॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর প্রধান উপদেষ্ঠা আলহাজ¦ মোঃ আবদুল মান্নান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর হোসেন চৌধুরী বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলড়ি ও প্রাইমমুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম সচিব নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
শনিবার ২৬ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী জহির আহম্মদ সওদাগর এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন হাজী সোলায়মান চৌধুরী। রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম ট্রাক কাবার্ডভ্যান মালিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, উপদেষ্ঠা এ এসএম ফজলুল করিম, উপদেষ্ঠা আবুল কালাম, ট্রাক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজি হাবিবুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগর, ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাছান, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম সওদাগর, অর্থ সম্পাদক প্রদীব বড়ুয়া।