॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী আগামীকাল ২৬ ও ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ। রাঙ্গামাটি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর কার্যালয় থেকে সমিতির সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। আগামী ২৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির সদস্যরা আগামী ২৫ জানুয়ারী সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১ জন ও কার্যকরী সদস্য পদে ৬ জন সহ মোট ৮ জনকে নির্বাচিত করবে।
তফশিল অনুযায়ী রাঙ্গামাটি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর কার্যালয়ে আগামীকাল ২৬ ও ২৭ ডিসেম্বর মনোনয়রপত্র বিতরণ, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ ও বাতিলকৃত প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ২ ও ৩ জানুয়ারী প্রাথমিক খগড়া তালিকায় অন্তভর্’ক্ত কোন প্রার্থীর মনোনয়নপত্র বিষয়ে আপিল আবেদন। ৪, ৫ ও ৬ জানুয়ারী আপিল শুনানী ও সিদ্ধান্ত গ্রহণ। ৮ জানুয়ারী বৈধ ও বাতিলকৃত প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ, ৯ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১০ জানুয়ারী প্রতিদ্বন্ধিী প্রার্থী ও চুড়ান্ত তালিকা প্রকাশ, ১১ জানুয়ারী প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারী ভোট গ্রহণ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ২৫ জানুয়ারী ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা।
তফশীল অনুযায়ী সভাপতি পদের জন্য মনোনয়নপত্র ৩০০০ হাজার টাকা, সহ-সভাপতি ২ হাজার টাকা, সদস্য পদের মনোনয়নপত্রের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তফশীল অনুযায়ী কোন ফৌজদারী অপরাধের কারণে দোষী সাবস্ত হয়ে ২ বছর বা ততোধিক মেয়াদের জন্য কারাদন্ডের দন্ডিত হয়ে কারা ভোগের পর ৫ বছর অতিবাহিত না হলে অযোগ্য বলে প্রতিয়মান হবে। নির্বাচনী প্রচারণায় প্রচলিত আইন ও বিধি বিধান যথাযথ ভাবে অনুসরণ বাধ্যতামুলক।