॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা পুলিশের প্রস্তুতি গ্রহন। নির্বাচনে সকল প্রকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ ভোট গ্রহনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ।
এ সংক্রান্ত ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২১ শহরের সুখিনীলগজ্ঞ পুলিশ লাইনস্থ মাঠে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রজ্ঞন ঘোষ।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে, নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে সদর উপজেলা ও নানিয়ারচরে প্রায় ৮শ’ পুলিশ দায়িত্বপালন করবে। নির্বাচনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনে পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার তা করবে জেলা পুলিশ। জেলা লিশের সাথে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী ,আনসার ও ভিডিপি এবং সরকারি বেসরকারি জনবল।
পুলিশ সুপার মীর মোদদাছছছের হোসেন বলেন, ২৬ডিসেম্বর জেলার নানিয়ারচচর ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ৩৭জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এব্যাপারে জেলা পুলিশের পক্ষ হতে সকল ধরনের আইনশৃঙ্খলা রক্ষা করেই নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী প্রস্তুতি গ্রহন করেছেন। নির্বাচনে জেলা পুলিশের পক্ষ হতে প্রায় ৮শ’ পুলিশ সদস্য নির্বাচনে কাজ করবেন।