॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক পরিমানে কর্মী সমর্থক নিয়ে শোভাযাত্রা করেছে ২নং নানিয়ারচর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী প্রিয়তোষ দত্ত।
শুক্রবার বেলা ৩ টায় প্রায় পাঁচ শতাধিক জনসামাগমে বিশাল মিছিল নিয়ে নানিয়ারচর সদর উপজেলার উপর বাজার হতে পুরাতন বাজার,হাসপাতাল এলাকা, নানিয়ারচর সেতু,বাজারের প্রধান সড়ক, থানা এবং উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপর বাজার এলাকায় এসে মিলিত হয়।
শোভাযাত্রায় সাবেক ইউপি সদস্য বাবুল কর্মকার,বাজার কমিটির উপদেষ্টা ধনঞ্জয় মল্লিক, পুরাতন বাজার মসজিদ সাবেক সভাপতি শাহজাহান মৃধা, সদর বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান, সদর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদার উপস্থিত ছিলেন।