নানিয়ারচর উপজেলায় শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি॥

নানিয়ারচর উপজেলায় শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে, এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নী।

এসময় থানার ওসি সুজন হালদার, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নেকজান বেগম,ইউপি সদস্য বাবুল মেম্বার, সাবেক সদস্য বিলকিস বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বুড়িঘাট এলাকার অসহায় মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেছেন।