॥ নিজস্ব প্রতিবেদক ॥
১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ কুচকাওয়াজে অংশগ্রহনের মধ্যদিয়ে অতিক্রম করে অতিথি মঞ্চ। এ সময় অতিথি মঞ্চ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সালাম গ্রহণ করেন। পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কুজকাওয়াজ মুগ্ধ করে চারপাশে দর্শক সারিতে বসা হাজারো মানুষের মন।
কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। বাংলার গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন ডিসপ্লেতে অংশগ্রহন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা।
পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।