নানিয়ারচরে মেম্বারপ্রার্থী প্রিয়তোষের পথ সভা

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
আগামী ২৬ ডিসেম্বর আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী পথ সভা করেছেন প্রিয়তোষ দত্ত।
শুক্রবার রাতে উপজেলার ১নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে তার প্রথম নির্বাচনী পথ সভার আয়োজন করেন।
আলোচনা সভায় ওয়ার্ডের গন্য মান্য ব্যাক্তিরা তাকে জনসমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল কর্মকার। মেম্বার পদপ্রার্থী প্রিয়তোষ দত্ত তার প্রথম নির্বাচনী আলোচনা সভায় বলেন, জনকল্যাণের লক্ষ্যে বিগত ১০ বছর দরে এই ওয়ার্ডে আপনাদের ভোটে দায়িত্ব নিয়ে কাজ করে আসছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেম্বার পদপ্রার্থী প্রিয়তোষ বলেন, বিগত দিনে আমার সম্ভব অনুযায়ী এই ওয়ার্ডে কিছু কাজ ও নানিয়ারচর বাজার ব্যাবসায়ীদের কল্যানে কাজ করে গিয়েছি। এলাকার উন্নয়ন ও অসহায় মানুপাশে সর্বদা পাশে থাকতে আমাকে এই নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ফুটবল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।