খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

খাগড়াছড়ি

॥ নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নিজস্ব দলীয় অফিস থেকে ১০ ডিসেম্বর শুক্রবার জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা’র নেতৃতে জেলা,কলেজ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলার পাণ কেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তরা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তাঁর প্রতিকৃতি বানিয়ে জুতাপেটা ও ঝাড়ুপেটা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

উল্লেখ্য প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিরুধে চলতি বছরের ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটির আয়োজনে ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক’ এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। জঘন্য ভাষায় প্রদান করা সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তার অশোভন বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীকেও টানা হয়। দুই দেশের সরকার প্রধানকে নিয়ে এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।