॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে এবার ৮২ হাজার ৪৯৬ জন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে। আগামী শনিবার থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদিক ওরিয়েন্টেসনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
এতে বলা হয় এ প্লাস ক্যাম্পেইনে এবার ৯২৫১ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু (নীল ক্যাপসুল) এবং ৭৩২৪৫ জন ১২ মাস থেকে ৫৯ বছর বয়সী শিশু ভিটামিন এ প্লাস (লাল) ক্যাপসুল খাবে। ওরিয়েন্টসন শুরুতে ভিটামিন এ প্লাসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার মো মোস্তফা কামাল। ওরিয়েন্টেসনে বলা হয় শনিবার হতে জেলায় সকল উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ ক্যাম্পেইন চলবে। শেষ হবে ১৪ ডিসেম্বর। এবার মোট ১৩১৫টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ২২০১ জন সেচ্ছাসেবী কর্মী ৪২৯ জন মাঠকর্মী ২৪১ জন ১ম সারীর তদারককারী কাজ করবে।
সিভিল সার্জন ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সেজন্য সবার সহযোগীতা এবং এ তথ্যটি প্রতিবেশি শিশুর অবিভাবকদের জানিয়ে দেওয়ার আহবান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ে কোন শিশু বাদ গেলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে খাওয়ানো যাবে বলেন সিভিল সার্জন।
ওরিয়েন্টেসনে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পত্রিকা গিরিদর্পনের সম্পাদক এ,কে,এম মকছুদ আহমদ। রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আলী।