॥ নিজস্ব প্রতিবেদক ॥
” আপনার অধিকার আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন ” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটির উপ-পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক নুরুল আবসার সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
এতে সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে সমাজের সকল পর্যায়ের উদ্যোগী হওয়া সময়ের দাবি। আর এই প্রক্রিয়ার নেতৃত্বের ভার সরকারের পাশাপাশি আমাদের সবার। সরকারি প্রতিষ্ঠানের নানা রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতিকে খুঁজে বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করা, দুর্নীতির সুযোগ চিরতরে বন্ধ করতে উদ্যোগী হওয়ার মাধ্যমে সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করার মাধ্যমে সংবিধানের প্রতিশ্রুতি রক্ষায় দুদকসহ সরকারের সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানের আরও উদ্যোগী হওয়ার প্রত্যাশা করে টিআইবি।