॥ বান্দরবান প্রতিনিধি॥
নারী নির্যাতন বন্ধের এখনই সময়, নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিবাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিএনকেএস এর আয়োজনে উন্নয়ন সহযোগী সংস্থার ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় সমমনা প্রতিষ্ঠান থেকে আসা নারী যোগাযোগ কেন্দ্রের নারীদের নিয়ে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে মেঘলা পর্যটন মোটেলের হলরুমে বিএনকেএস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা এর সঞ্চালনায় নারী যোগাযোগ কেন্দ্রের কেন্দ্রীয় আহবায়ক সুলতানা বেগমের সভাপতিত্বে ডিয়াকেনিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা লোপা, ময়ময়সিংহে থেকে সারা এনজিও সংস্থা নির্বাহী পরিচালক তুষার দারিং, চট্টগ্রাম থেকে উৎস নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু, সভানেত্রী নেমকিম বম, হেডম্যান সানুচিং মারমা, বিএনকেএস এর প্রতিষ্ঠাতা মেলুচিং সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান যমুনা টেলিভিশন প্রতিনিধি বাটিং মারমা, নারী নেত্রী নিনিপ্রু, হেলেন মারমা, ম্যাম্যায়ি মারমা ও মোহনা টেলিভিশন ও দৈনিক গিরিদর্পণ জেলা প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন সহ বিএকেএস এর প্রকল্প কর্মর্কতা মুমু রাখাইন, একাউন্ট অফিসার ম্যাম্যাসিং সহ প্রমুখ।
ডিয়াকোনিয়া বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা লোপা জানান, নারী যোগাযোগ কেন্দ্র হলো নারীর অধিকার প্রতিষ্ঠা জন্য একটি প্লাটফর্ম। বিশ্বব্যাপী নারী প্রতি সহিংসতা প্রতিরোধে জোড়ালো ভাবে আন্দোলন ও প্রতিবাদ চলছে। ১৬ দিন ব্যাপী কর্মসূচি পালনে মাধ্যমে হয়তো নারী প্রতি সহিংসতা কমে নিয়ে আসার সম্ভব নয়। তারপরও সকলের সম্মিলিত ভাবে যদি রুখে দাড়াঁয় তাহলে অনেকাংশের কমে আসবে এবং দৃষ্টিভঙ্গি পরির্বতন হবে বলে আশা প্রকাশ করেন।
নারী যোগাযোগ কেন্দ্রের কেন্দ্রীয় আহবায়ক সুলতানা বেগম বলেন, ২০০৪ সালের নারীদের জাগরণে জন্য যাত্রা শুরু করেছিলাম তা আজকে নারীদের কথা বলার সুযোগ তৈরি করেছি। তিনি আরো বলেন, পুরুষ যেন নারী স্বাধীনতাকে দয়া হিসেবে নয়, দায়িত্ব হিসেবে মনে সহযোগিতা করা আহবান করেন।
নারী যোগাযোগ কেন্দ্রের সমাবেশের বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী, ময়ময়সিংহ, সাভার থেকে এসআরএস, নাগরিক উদ্যোগ, ওডেব, ইউএসএস, সারা নামক এনজিও প্রতিষ্ঠান থেকে নারী যোগাযোগ কেন্দ্রের সদস্য ও এনজিও প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।