। ক্রীড়া প্রতিবেদক ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে স্কুল পর্যায়ে ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দীন, প্রবীণ সাংবাদিক ও ক্রীড়াবিদ সুনীল কান্তি দে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা, চেয়ারম্যানের এপিএস বিশ^জিৎ চাকমা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, খেলোয়াড় ও আঞ্চলিক পরিষদের কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মোনঘর উচ্চ বিদ্যালয় ও শাহ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করবে।