॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন,সফল জননী হিসেবে সাফল্য অর্জন,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন অদ্যমে জীবন পরিচালনার জন্য,সমাজ উন্নয়নে অসমান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়ীতায় উপজেলার পাঁচজনের মাঝে ক্রেস্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।
এসময় উপজেলা মহিলা অধিদপ্তরে আয়োজনে ও উইপ এবং লীন প্রকল্পের সহযোগিতায় মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতিচারণ করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা শিউলি রহমান তিন্নি। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, উপজলে মহিলা অধিদপ্তর কর্মকর্তা ধীমান চাকমা, উইপ ও লীন প্রকল্পের কর্মকর্তারাসহ শ্রেষ্ঠ জয়িতা প্রাপ্ত নারীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা চারটি নারী ক্লাবের মাঝে বিভিন্ন বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।