॥ নিজস্ব প্রতিবেদক ॥
এবারের প্রতিপাদ্য অভিবাসন আনবে মর্যদাও নৈতিকতা। রাঙ্গামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৭ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সকালে শহরের রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চলনায়ও রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সেমিনারের প্রধান অতিথিও জেলা প্রশাসক বলেন,কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে গেলে অবশ্যই টাকা আয় করা বা রপ্তানি করা সম্ভব বলে মনে করি।রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দেশেও কাজ করার সুযোগ রয়েছে। এখানে অনেক গুলো ট্রেড রয়েছে। পাশাপাশি দক্ষ প্রশিক্ষক ও বেকারদের জন্য কর্মসংস্থান বা প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে। যে কেউ চাইলেই প্রশিক্ষণ গ্রহন করে হাতে কলমে কাজ শিখে বিদেশ যেতে পারবে। সরকার বেকারত্ব দূর করতে অনেক গুলো পদক্ষেপ গ্রহন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।রোমান বলেন,কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশ গিয়ে যেমন টাকা ইনকাম করা যায়, তেমনি দেশেও বিভিন্ন ভাবে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের কোন বিকল্প নাই। বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণের উপর অনেক বেশী গুরুত্ব দিয়েছেন। প্রতি বছর কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তরা দেশের বাহিরে যাচ্ছেন।
রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষও আজকে সেমিনারের সঞ্চলক মোহাম্মদ নুরুজ্জামান বলেন,কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে অনেক ছেলে বিদেশ গেছেন এবং বিদেশে ভাল অবস্থানে আছেন। তবে বিদেশগামী অনেক লোক বিভিন্ন ভাবে প্রতারনার শিকার হচ্ছে। এ প্রতারনা থেকে বাঁচতে আজকের এই সেমিনার।সেমিনারে উপস্থিত ব্যক্তিবর্গ ও সুধিজন আপনারা এখানে যা দেখলেন তা সমাজে ছড়িয়ে দিলে বিদেশ যেতে মানুষ আর প্রতারনার শিকার হবে না। রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চেষ্টা করছে এখানকার মানুষদের সেবা দেওয়ার জন্য।তবে এব্যাপারে সবাই সহযোগিতা একান্ত প্রয়োজন আছে বলে আমি করি। সেমিনারের সার্বিকসহযোগিতায় ছিলেন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষ কেন্দ্র,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি)। আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানর মন্ত্রনালয়।