নানিয়ারচরে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালন

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচর উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর উদ্েযাগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে যুব প্রধান মো: রায়হান হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমূখ।

এসময় সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নানিয়ারচর উপজেলায় দূর্যোগ মূহুর্তে সেচ্ছায় শ্রম দেওয়া রেড ক্রিসেন্ট যুব কমিটির বহুল প্রশংসা করেন। বর্তমানে করোনায় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।