॥ নিজস্ব প্রতিবেদক ॥
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন গতকাল কাউখালী ৪টি, রাজস্থলী ৩ টি এবং কাপ্তাইয়ের ১ টি সহ মোট ৮ টি ইউনিয়নে শান্তিপুনভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কাউখালী উপজেলার ২ টি ও রাজস্থলী উপজেলায় ২ টি নির্বাচনে ৪ জন আওয়ামীলীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। এবং গতকাল তৃতীয় ধাপে নির্বাচনে কাউখালীর ঘাগড়া, কাপ্তাইয়ের চিৎমরমে ও রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় আওয়ামীলীগ প্রার্থী ও কাউখালীর ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
কাউখালী উপজেলা প্রতিনিধি জানান, বেতবুনিয়া ইউনিয়নে অংক্যজ চৌধুরী ও কলমপতি ইউনিয়নে ক্যজাই মারমা ইতিমধ্যে বিনাভোটে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছে। এদুটি ইউনিয়নে শুধুমাত্র সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হয়। এছাড়া গতকাল অনুষ্টিত অপর দুটি ইউনিয়নের মধ্যে ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নাজিম উদ্দিন এবং ফটিকছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রাথী আনারস প্রতীকের উষাতন চাকমা বেসরকারীভাবে নিবাচিত হয়েছেন। বেতবুনিয়া ও ঘাগড়া ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
গতকাল অনুষ্টিত নির্বাচনে কোন কেন্দ্রে গোলযোগের সংবাদ পাওয়া না গেলেও দুগম ফটিকছড়ি ইউনিয়নের বামাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার পুলক চাকমার সহায়তায় স্বতন্ত্র প্রাথী উষাতন চাকমার পক্ষে ব্যালট পেপারে প্রকাশ্য সিল মারার অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রাথী লাথোয়াই মারমা। তিনি সাংবাদিকদের অভিযোগ করে জানান স্বতন্ত্র প্রাথী উষাতন চাকমার পক্ষে তাদের কমীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ইউপি সদস্য ও নারী সদস্যদের ব্যালট পেপার ভোটারকে দিয়ে চেয়ারম্যানের ব্যালট পেপারটি নিজেরা নিয়ে প্রকাশ্য সীল মেরে বাক্যস ভতি করছে। সীলমারা এসব ব্যালট পেপার গুছিয়ে দেয়া এবং বিতরন করার কাজে সহায়তা করছেন পুরান পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রিজাইডিং অফিসার পুলক চাকমা। লাথোয়াই মারমা আরো জানিয়েছেন প্রকাশ্য চেয়ারম্যান প্রাথীর ব্যালটে সীল মারার কাজে কেন সহায়তা করছে জানতে চাইলে ঐ শিক্ষক তাকে জানিয়েছেন চাপে থাকার কারনে তিনি এসব কাজ করেছেন। পরে ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার করুনাময় চাকমা এসে তার কাছে বিষয়টি নিয়ে যেন কাউকে না জানানো হয় এজন্য ক্ষমা চান। এ ব্যাপারে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
কাউখালী উপজেলার চারটি ইউপি নিবাচন সকাল আটটা থেকে ৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্টিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়,ছিদ্দিকই আকবর মাদ্রাসাসহ কাউখালী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন । আইন শৃংঙ্খলা রক্ষাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবিবি, আনসার, ভিডিপি নিয়োজিত ছিল। এছাড়া সেনাবাহিনী ও র্যাব বিভিন্ন এলাকায় টহলে ছিল। উপজেলার চারটি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্রে মোট ৩২জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ১০২জন, পোলিং অফিসার মোট ২০৪ জন দায়িত্ব পালন করেছে।
কাপ্তাই প্রতিনিধি জানান কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী ওয়েশ্লিমং চৌধুরী। রবিবার রাত ৮ টা ৪০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। প্রদত্ত ফলাফলে ৯ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট।
এর আগে কোন প্রকার সহিংসতা ছাড়া বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রবিবার সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে উজান ছড়ি কেন্দ্র, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম হাই স্কুল এবং চিৎমরম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে মহিলা ভোটাদের উপস্থিতি লক্ষনীয়। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
বেলা ১১ টায় চিৎমরম ইউনিয়ন পরিষদের কেন্দ্রে গিয়ে কথা হয়, ৮৮ বছর বয়সী অংবাই মারমা এবং ৮৫ বছর বয়সী মাসানু মারমার সাথে। তাঁরা সকলে এই প্রতিবেদককে জানান, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। এই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মধুসূদন দে জানান, বেলা ১১ টা পর্যন্ত ৬৪% ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৫ শত ৬ জন।
বেলা ১২ টায় চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা ভোটারদের দীর্ঘ সারি। ভোট দিতে আসা ৭৮ বছর বয়সী ফাতেমা খাতুন, ৭০ বছর বয়সী জয়নাব খাতুন জানান, কোন প্রকার বাঁধা বিপত্তি ছাড়াই নিজের ভোট নিজে দিতে পেরে আমরা আনন্দিত। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম জানান, বেলা ১২ টা পর্যন্ত ৫ শতের উপরে ভোট কাস্টিং হয়েছে।
এদিকে সকাল হতে চিৎমরম এর উজানছড়ি চা বাগান কেন্দ্র, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চিৎমরম প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, এই সময় তিনি সাংবাদিকদের জানান, সকাল ৮ টা হতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। তিনি আরোও জানান, এই ইউনিয়নে ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
নির্বাচন পর্যবেক্ষনে আসা রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কোন প্রকার সহিংসতা ছাড়া ই ভোট গ্রহন চলছে।
চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইশতিয়াক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।