॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙ্গামাটি নানিয়ারচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বার সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুয়েন খীসা, নানিয়ারচর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারের বক্তারা ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে বক্তব্য রাখেন। এ সময় সরকারী বেসরকারি অফিসের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।