নানিয়ারচরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী মহিলা আহত

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙ্গামাটি নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান নামক এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় স্থানীয় এক পথচারী চল্লিশার্ধো মহিলা আহত হয়েছে। রবিবার ২১ নভেম্বর দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘিলাছড়ি ১৪ মাইল এলাকার সাধু চাকমার সহধর্মিণী লোকনামা চাকমা(৪০) রাস্তা দিয়ে পার হতে গিয়ে চলন্ত একটি মোটর সাইকেল এর ধাক্কায় সড়কে পরে যায় এবং গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার লক্ষ্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজন ও স্থানীয়রা।