বিশ্ব শিশু দিবস ও স্যানিটেশন দিবসে ভিবিডি রাঙ্গামাটি জেলা “Care for generation-4” ইভেন্টের আয়োজন

রাঙ্গামাটি

। নিজস্ব প্রতিবেদক ।

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস ও স্যানিটেশন দিবস উপলক্ষে ভিবিডি রাঙ্গামাটি জেলা “Care for generation-4” নামক একটি ইভেন্ট আয়োজন করেছে।

রাঙ্গামাটি দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ইভেন্টটির মাধ্যমে ভলান্টিয়ারগণ শিশুদের স্যানিটেশন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, পারিবারিক শিক্ষা এবং সড়ক সচেতনতা বিষয়ে সেশন নেয়। উক্ত সেশনগুলো গ্রহন করেন ভিবিডি রাঙ্গামাটির ভলান্টিয়ার ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীগণ। সেশন শেষে শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করা হয় এবং প্রশ্নের উত্তর প্রদানকারী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।

এছাড়াও উক্ত ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং এতে সার্বিক সহায়তা করেন রাঙ্গামাটির সামাজিক সংগঠন “ব্লাড ফোর্স”

ইভেন্ট লিডার মোহাম্মদ জাহিদ আলম শোভন জানান প্রতিবছর আমরা উক্ত ইভেন্টটি করে থাকি এবং আমরা বিশ্বাস করি উক্ত ইভেন্টি শিশুদের শারীরিকভাবে সুস্থ্য থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে বিশেষ ভুমিকা রাখবে।

সুন্দর এই ইভেন্টটি আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ভিবিডি রাঙ্গামাটিকে ধন্যবাদ জানিয়েছে।
উক্ত ইভেন্টটির মাধ্যমে শিশুদের সাথে বিশেষ সময় কাটাতে পেরে আনন্দিত ভিবিডির সকল ভলান্টিয়ার।