রাঙ্গামাটিতে ১০০ টাকায় পুলিশে নিয়োগ পেল ১২ নারী পুরুষ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ১শ’ টাকায় চাকরি পেল ১০জন পুরুষ ও ২জন নারী। গত ২নভেম্বর হতে পুলিশের চুড়ান্ত নিয়োগের জন্য বিভিন্ন পরীক্ষার পর ১৪নভেম্বর সুখিনীলগজ্ঞ পুলিশ লাইনস মাঠে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। এ ১২জন সবাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, পুলিশের নিয়োগ পরীক্ষা অত্যন্ত নিখুঁত, পরিচ্ছন্ন নির্ভুল ও সর্তকতার সাথে সম্পন্ন করা হয়েছে। নিয়োগের প্রতিটি বিষয় পুলিশ হেড কোয়াটার আইজি মহোদয়ের কাছ থেকে নিরবিচ্ছিন্ন তদারকি করা হয়েছে। এখানে কারচুপি করার কোন সুযোগ ছিল না। শতভাগ নিরপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ১শ’ টাকায় ১০পুরুষ ও ২ নারীকে মেধা ভিত্তিতে উত্তীর্ণ হওয়ার পর চুড়ান্ত ভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে।

১২জন যারা পুলিশে উত্তীর্ণ হয়েছেন তারা হলেন-নুর মোহাম্মদ স¤্রাট,হাবিবুর রহমান, মোঃ হেফাত হোসেন সুমন,ক্যাবিন চাকমা,সাহেব মিয়া মিলন,রমেশ চাকমা,খালেদ সালমান,অতনু মারমা,শামীম হোসেন অনিক ত্রিপুরা এবং নারী প্রত্যাশা দে ও নার্গিস আক্তার।

পুলিশে উত্তীর্ণ নারীও পুরুষের অনুভূতি প্রকাশ- আমরা আগে জানতাম না যে,বাংলাদেশ পুলিশে ১শ’ টাকায় চাকরি হয়। আজ আমাদেও চরম অভিজ্ঞতা হয়েছে। অনেকে বলে পুলিশে চাকরি নিতে গেলে ৫-৭লক্ষ টাকা ঘুষ দিতে হয়। বাস্তবে না আসলে ভুল ধারনা থেকেই যেত। এখন থেকে মেধা দিয়েই পুলিশে চাকরি হয় এটাই সত্য।