॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির দ্বিতীয় বারের মতো দায়িত্ব পেলেন বর্তমান সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
১৩ নভেম্বর শনিবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউটে ত্রি-বার্ষিকী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক নির্বাবনে সভাপতি মোঃ শাহ আলম ও সাংগঠনিক সাইফুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে দীপন তালুকদার দীপু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
ত্রি-বার্ষিকী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক নির্বাবনে সভাপতি মোঃ শাহ আলম পেয়েছেন ৯৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি সাইফুল ইসলাম ভূট্টো পেয়েছেন ৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম শাকিল পেয়েছে ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শহীদ চৌধুরী পেয়েছেন ২১ ভোট এবং অপর প্রতিদ্বন্ধি মোরশেদ পেয়েছেন ১৫ ভোট।রাঙ্গামাটি জেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।