॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ ৫ বছর পর রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মেলন ঘিরে রাঙ্গামাটি বিএনপির ঘরে উৎসাহের আমেজ বইছে। আজ ক্ষুদ্র নৃ গোষ্ঠী প্রাঙ্গনে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি জেলা বিএনপির দায়িত্ব আসছে কার কাঁধে। কেন্দ্রীয় নেতাদের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো দীপু সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও সভাপতি পদে মাঠে লড়ছেন রাঙ্গামাটি জেলা বিএনপির বর্তমান সভাপতি মোঃ শাহ আলম ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো।
আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য বিএনপির কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি শামসুজ্জামান দুদু। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিএনপির জেলা সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সহ সম্পাদক অবসরপ্রাপ্ত লে: কর্ণেল মণীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব ও সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
রাঙ্গামাটি জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি হাজী শাহ আলম ও সহ সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
সাধারন সম্পাদক পদে ৩জন বর্তমান সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডাভোকেট মামুনুর রশীদ মামুন মনোনয়ন পত্র ক্রয় করেন।
সাংগঠনিক সম্পাদক পদে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, মোরশেদ আলম ও শহীদ চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবদুল কুদ্দছ জানান, গতকাল ১২ নভেম্বর ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের দুপুরে সাধারন সম্পাদক পদে এডভোকেট সাইফুল ইসলাম পনির ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডাভোকেট মামুনুর রশীদ মামুন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তাই দুইজন প্রত্যাহার করে নেয়ার পর বিনাপ্রতিদ্বন্ধিতায় রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে পড়ে বর্তমান সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপুর উপর। আজ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ভোট হবে।
রাঙ্গামাটি জেলা বিএনপির কাউন্সিলে মোট ভোটার হচ্ছে ১৫৪ জন। এই ভোটাররা সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে যোগ্য প্রার্থীকে বেছে নেবে।