॥ নিজস্ব প্রতিবেদক ॥
ইনস্টিটিউসন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ, রাঙ্গামাটি শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস-২০২১ এবং আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালী ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সোমবার ৮ নভেম্বর আইডিইবি ভবনে গণ প্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি’র রাঙ্গামাটি শাখার সভাপতি নিরঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় আইডিইবি’র রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলি পরিষদের সভাপতি এরশাদ মন্ডলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আইডিইবি ভবন থেকে গণ প্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি রাঙ্গামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য়ালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।