বিপদে নিজেকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে—দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিপদে নিজেকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে ক্ষতিগ্রস্থদের পরামর্শ দিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, যাদের যা ক্ষতি হয়েছে তা আমরা কোন ভাবেই পুশিয়ে দিতে পারবো না। শুধুমাত্র আপনাদের পাশে থেকে আপনাদের সাহস যোগানোই হচ্ছে আমাদের কাজ। তিনি বলেন, সকলে মিলে কাধে কাধ মিলিয়ে কাজ করলেই আবার ঘুরে দাঁড়ানো সম্ভব।
শুক্রবার ৫ নভেম্বর রাঙ্গামাটি শহরের তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ কালে দীপংকর তালুকদার এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হানিফ, স্থানীয় এলাকা বাসী রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শুক্রবার ৫ নভেম্বর রাঙ্গামাটি শহরের তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে ১০ টি পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের তরিৎ পদক্ষেপে আরো বড়ো ধরনের অগ্নিকান্ড থেকে রেহায় পেয়েছে বলে জানান স্থানীয়রা।