॥ শিপ্রা দেবী ॥
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক ২ নভেম্বর নাণিয়ারচর উপজেলা তথ্য আপার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কতৃক তথ্যআপার উদ্যোগ নানিয়ারচর উপজেলার মরাচেঙ্গী আকবরী স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম, ইউপি সদস্য রিপেন চাকমা এবং তথ্যআপার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে গ্রামীণ নারীদের তথ্য প্রযুক্তিতে প্রবেশ করে মেয়েরা আয় বর্ধক কাজে জড়িত হয়ে অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখার জন্য তথ্যআপার লাল সবুজ ডট কম মার্কেটপ্লেসে উদ্যোক্তা হিসাবে রেজিষ্ট্রেশন করার জন্য উদ্ধুদ্ধকরণ করা হয়।
সভায় তথ্যআপার কার্যক্রম: গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা।
গ্রামীন সুবিধা বঞ্চিত মহিলারা তথ্যআপাদের কাছ থেকে যেসব সেবা সমূহ পেয়ে থাকেন ১। শিক্ষা, স্বাস্থ্য (ওজন, উচ্চত,পেসার, ডায়বেটিস, পরিমাপ) কৃষি, মৎস্য, জেন্ডার বিষয়ে সেবা পেয়ে থাকেন।
২। চাকরির খবরা-খবর পাওয়া যাবে এবং বিনামূল্যে চাকরির আবেদন করতে পারবে।
৩। PSC, JSC, SSC, HSC পরীক্ষার ফলাফল জানা যায় এবং ভর্তি ফরম তোলা যায়।
৪। ওজন, উচ্চতা, পেসার ,ডায়াবেটিস পরিমাপ করা হয় বিনামূল্যে।
৫। বাল্যবিবাহ বন্ধ করণ কাজ করে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসনের সহায়তায়। ।
৬। বিদেশে অবস্থানরত ভাই, বোন, স্বামীদের সাথে মেসেনজার ও স্কাইপের মাধ্যমে ভিডিও কলে কথা বলা যায়।
৭। নারী ও শিশু নির্যাতনে ১০৯ এবং জাতীয় জরুরী সেবা পেতে ৯৯৯ টোল ফ্রি নম্বরে কল করার জন্য মেয়েদের উদ্ধুদ্ধ করণ ।