॥ নিজস্ব প্রতিবেদক ॥
চট্টগ্রাম বিশ্বিিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্বষের ভর্তি পরীক্ষায় রাঙ্গামাটির শিক্ষার্থীদের যাতায়াতের সুবির্ধার্থে রাঙ্গামাটি থেকে ফ্রী বাস সার্ভিস এর ব্যবস্থা করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় অধ্যায়নরত রাঙ্গামাটি জেলার শিক্ষার্থীদের সংগঠন,” রাঙ্গামাটি জেলা স্টুডন্টে’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর সার্বিক ব্যবস্থাপনায় এই বাস সার্ভিসটি গত ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিক্ষার্থীদের যাতায়াতে পরিচালতি হয়।
এসোসয়িশেনরে সভাপতি অনু মং চৌধুরী বলনে, প্রতি বছর প্রচুর শিক্ষার্থী রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। তাদের ভোগান্তির কথা চিন্তা করে দীপংকর তালুকদার এমপি মহোদয়ের সহযোগীতায় আমরা এই বাস সার্ভিসটি পরিচালনা করেছি এবং রাঙ্গামাটি জলো স্টুডেন্ট’স এসোসিয়েনশন এর সদস্যবৃন্দ পরিক্ষার্থীদরে সহায়তায় সার্বক্ষনিক তাদের পাশে ছিল। তিনি দীপংকর তালুকদার এমপি মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করনে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করনে।