সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলে যুব সমাজকে দায়িত্বশীল হয়ে সমাজ-রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহবান—কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিও যুবসমাজকে দায়িত্বশীল হয়ে সমাজ-রাষ্ট্র থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলেও এগিয়ে আসার আহ্বান জানান। খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সনদপত্র, যুবঋণের চেক ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার যুবসমাজকে এগিয়ে নেয়ার লক্ষে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখছে। আমি আশা করি, প্রাণশক্তিতে ভরপুর আমাদের যুবসমাজ তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর অবদান রাখবে। এসময় দেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভাগের আহবায়ক হিরন জয় ত্রিপুরা প্রমূখ।
আলোচনা সভাশেষে প্রশিক্ষণার্থীদের যুব ঋনের চেক, সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় ১৩জন যুবক-যুবতীদের মাঝে ৭লক্ষ টাকার ঋনের চেক ও যুব প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের সনদপত্র প্রদান এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ১০জন যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।