বিলাইছড়িতে সড়ক ও অবকাঠামো উন্নয়নে সব ধনের ব্যবস্থা গ্রহন করা হবে—নিখিল কুমার চাকমা
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়িবাসীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সোমবার (১ নভেম্বর) একদিন সরকারি সফরে উপজেলার বিভিন্ন এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উন্নয়ন বোর্ডের এই চেয়ারম্যান।
তিনি উপজেলার বিভিন্ন এলাকা ধূপ্যাচর বৌদ্ধ বিহার, নিলাদ্রী রিসোর্ট, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়৷ রাইংখ্যং শাখা বন বিহার ও কেংড়াছড়ি বাজারের বিভিন্ন এলাকাসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলার শীর্ষ কর্মকর্তা, জনপ্রতি নিধি, নেতা-কর্মী, ধর্মীয়গুরু ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছ থেকে এলাকার সুবিধা- অসুবিধার কথা জানেন।
স্থানীয়রা জানান, বিলাইছড়ি উপজেলা একটি দূর্গম ও পশ্চাদপদ এলাকা হিসেবে, যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ও অবকাঠামো উন্নয়নে সবদিক দিয়ে পিছিয়ে এবং ভারত ও মায়ানমার দুই দেশের সীমানা। এই উপজেলায় নেই কোন একটিও কলেজ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বিলাইছড়ি হতে জুরাছড়ি, উপজেলা সদর হতে ৩নং ফারুয়া ইউনিয়ন ও ফারুয়া ইউনিয়ন হতে বড়থলি ইউনিয়ন রাস্তা উন্নয়ন ও যোগাযোগের সুবিধা এবং আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে সংঘদানে অংশ গ্রহনে বিহার পাকাকরন ও সিঁড়ি নির্মাণসহ বেশ কিছু শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে আশ্বাস দেন।
তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যাসহ আরো উপস্থিত ছিলেন, তুষিত চাকমা ও মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমূখ।