খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

বিবিধ

খাগড়াছড়িতে আমাদের মাঝে সম্প্রীতি রয়েছে সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে—-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

“মুজিববর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। শনিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটিা আয়োজনে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ রশিদ আহমেদ, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণা চাকমা, সরকারি কলেজের প্রভাষক মো. জাকির হোসেনসহ প্রমূখ।

সভায় সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক, মসজিদের ইমাম, ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু, ভান্তে, পুরোহিত, ফাদার ব্রাদ্রারসহ তৃণমূলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমরা নিজেরাই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনে কেউ কাউকে ক্ষতি করবো না, কাউকে ক্ষতি করার অধিকার আমাদের নেই। পুলিশ জনগণের জন্য নিরন্তরভাবে সেবা দিচ্ছে। করোনা কালীন সময়ে সাধারণ মানুষ যখন ঘরে পুলিশ বাহিনী তখন রাস্তা ঘাটে দায়িত্ব পালন করেছে। নিজেদের প্রাণের বিনিময়ে সেবা দিয়ে যাচ্ছে জনগণের কল্যাণের জন্য। আমরা সকলে মানুষ। রক্তারক্তি নয়, একে অপরকে ভালোবেসে পরস্পরে শ্রদ্ধা বোধ রেখে জীবন যাপন করতে হবে।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খাগড়াছড়িতে আমাদের মাঝে সম্প্রীতি রয়েছে, আমাদের এই সম্প্রীতিকে ধরে রাখতে হবে। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে। প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন. সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য ববিবাহ প্রতিরোধ, মাদকের কালো থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশ সহ সকলের সর্বাতœক সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু, ইমাম, ভান্তে, পুরোহিত, ফাদার ব্রাদ্রারসহ তৃণমূলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে এস আই মো. সালেহ উদ্দিন ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সুদর্শন দত্তকে ক্রেস্ট তুলে দেন।

এছাড়াও জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়িসহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।