॥ শিপ্রা দেবী ॥
“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানে রাঙ্গামাটির নানিয়ারচরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আক্টোবর) সকালে পুলিশিং ডে উপলক্ষে উপজেলা পরিষদের থেকে র্যালী শুরু হয়ে নানিয়ারচর সেতু ঘুরে নানিয়ারচর থানা প্রাঙ্গণে এসে মিলিত হয়।
এরপর আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ সুজন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নানিয়ারচর জোন কমান্ডার (সুদক্ষ দশ) লে.কর্ণেল এস এম রুবাইয়াত হোসাইন (পিএসসি) ।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ উপজেলার কর্মকর্তা এবং পুলিশৈর উর্ধ্বতন কর্মকর্তারা নানিয়ারচর থানার অফিসার ও ফোস থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, দুরদুরান্ত থেকে আগত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।