॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার গুইমারার ও মাটিরাঙ্গা ১০ ইউনিয়নের দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছে স্ব স্ব প্রতীক নিয়ে ।
মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাটিরাঙ্গ সদর ইউনিয়ন পরিষদের হেমেন্দ্র এিপুরা নৌকা, স্বতন্ত্র প্রার্থী ত্রিপন জয় এিপুরা আনারস, বেলছড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের দলীয় প্রার্থী মো: রহমত উল্ল্যা নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো:মামুন মিয়া আনারস, গোমতি ইউনিয়নে মো:তোফাজ্জল হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো: ফারুক হোসেন লিটন আনারস, আমতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো:আবদুল গনি নৌকা, স্বতন্ত্র প্রার্থী জমির আলী ভূইঁয়া আনারস, বর্নাল ইউনিয়নে মো:ইউনুস মিয়া নৌকা স্বতন্ত্র প্রার্থী মো:ইলিয়াস আনারস, তবলছড়ি ইউনিয়নে নুর মোহাম্মদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভূইঁয়া তাইন্দং ইউনিয়নে পেয়ার আহাম্মদ মজুমদার নৌকা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো:হুমায়ন কবির আনারস, স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম চশমা, স্বতন্ত্র প্রার্থী মো:তনু মিয়া মোটর সাইকেল, গুইমারা ইউনিয়নে নির্মল নারায়ন এিপুরা নৌকা, কংজুরী মারমা স্বতন্ত্র প্রার্থী হাফছড়ি ইউনিয়নে মংশে চৌধুরী নৌকা, স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী মোটর সাইকেল, স্বতন্ত্র প্রার্থী সেলিম হাওলাদার স্বতন্ত্র প্রার্থী সাচিং অং মারমা আনারস, সিন্দুকছড়ি ইউনিয়নে রেদাক মারমা নৌকা, স্বতন্ত্র প্রার্থী সুদুঅং মারমা আনারস, স্বতন্ত্র প্রার্থী আনু মারমা চশমা প্রতীক পেয়েছেন।
গুইমারা মাটিরাঙ্গা নির্বাচন অফিসার বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কাজকর্ম পরিচালনার অনুরোধ জানান। একই দিন সাধারণ সদস্য পদে ২৭২ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের ৭৯ জনের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯০টি ওয়ার্ডে ৯৪টি কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট অনুষ্টিত হবে।