সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীরা কারো বন্ধু না। তাদের বিরুদ্ধে জনমত গঠনের মাধ্যমে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম আগাপাড়ায় আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্ত্রাসী হামলায় নিহত নেথোয়াই মারমার বাড়ীতে সোমবার (১৮ অক্টোবর) সকালে তার পরিবারকে শান্তনা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের সদস্য মং উচিং মারমা ময়না, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি উসাং মং, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইসলাম বেবী সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর আগাপাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তার ঘরে ঢুকে গুলি করে। এতে ঘটনাস্থলে নেথোয়াই মারমা নিহত হন।