নানিয়ারচর জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান

রাঙ্গামাটি

॥ শিপ্রা দেবী ॥

নানিয়ারচর জোনের নবগাত জোন কমান্ডারদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান পিএসসি’র বিদায় ও নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল এস এম রুবাইয়াত হুসাইন পিএসসি’কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ উপলক্ষে রবিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান পিএসসি’ নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল এস এম রুবাইয়াত হুসাইন পিএসসি’ উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকনা।নিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, এছাড়াও প্রেসক্লাবের সাংবাদিক, এলাকার জনপ্রতিনিধিগণ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা, উপজেলা প্রেসক্লাব, দুদক নানিয়ারচর শাখা, উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন সংগঠন বিদায়ী নবাগত জোন কমান্ডারদের শুভেচছা উপহার প্রেরণ করেন।