বিলাইছড়ির পূজা মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সবাই মিলে উৎসব পালন করি, এই উৎসবের মাধ্যমেই সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট হোক মা দুর্গার কাছে এই প্রার্থনা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তিনি বিলাইছড়ি উপজেলার সকল সম্প্রদায়ের মানুষকে কাছে থেকে পাশে থেকে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিলাইছড়ি উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাথোয়াই মারমা, ৩নং ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ১নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বিলাইছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি টিপলু চক্রবর্তী সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিলাইছড়ি উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার স্বরুপ আর্থিক অনুদান প্রদান করেন করেন