আজ মহা অষ্টমী ও কুমারী পূজা, মহা সপ্তমীতে মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শণে উপচে পড়া ভীড়

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ বুধবার। মন্ডপে মন্ডপে পূজা অর্চনার মধ্যে দিয়ে সকাল থেকে মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। চন্ডীপাঠ ও বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে দুপরে অষ্টমী পূজার অঞ্জলী প্রদানের মাধ্যমে অষ্টমী পূজার সমাপ্তি ঘটে। মহা অষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। রাঙ্গামাটির ৪১টি পূজা মন্ডপের কোথাও কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না।

শারদীয়া দুর্গোৎসবের মন্ডপে রাঙ্গামাটি জেলা পুলিশের নজরদারী। বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বয়।

দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য কুমারী পূজা। দেবী পুরাণে কুমারী পূজার সুষ্পষ্ট উল্লেখ রয়েছে। কুমারী পূজা কেন করা হয়, এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, সব স্ত্রী লোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত-পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে শ্রদ্ধাশীল হবে নারী জাতির প্রতি।

১৯০১ সালে ভারতীয় দার্শনিক ও ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম কলকাতার বেলুড় মঠে নয়জন কুমারী দিয়ে এ পূজার মাধ্যমে এর পুনঃপ্রচলন করেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা হয়ে আসছে। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়। এছাড়াও নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে।

গতকাল মঙ্গলবার ছিল দুর্গোৎসবের মহা সপ্তমী। রাঙ্গামাটিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে মহা সপ্তমী। গতকাল বিকাল থেকে প্রতিটি মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে। রাঙ্গামাটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটির প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।