নানিয়ারচর উপজেলাবাসীকে শারদ শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচর উপজেলাবাসীকে শারদীয়া শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানান। গতকাল ১২ই অক্টোবর সন্ধ্যায় উপজেলা যুবলীগ সভাপতি ও নানিয়ারচর ইউনিয়নের ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত এক বার্তায় শারদীয়া দূর্গোবৎসব উপলক্ষে উপজেলার সকল সম্প্রদায়ের মানুষকে শারদ শুভেচ্ছা জানান।

প্রিয়তোষ দত্ত তার ক্ষুদে এক বার্তায় জানায়, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটি পার্বত্য অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয়। শারদীয় দূর্গোৎসব শুধু নয়, ইসলাম ধর্মের ঈদ, বৌদ্ধদের পহেলা বৈশাখে সকল সম্প্রদায়ের মানুষ আনন্দ ভাগাভাগি করে নেয়। তিনি করোনা পরিস্থিতিতেও আনন্দঘন পরিবেশে পূজা উৎসব করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। তিনি মায়ের কাছে প্রার্থনা করেন পৃথিবী আজ করোনা মহামারীতে আক্রান্ত মা তার আর্শিবাদের মাধ্যমে পুরো পৃথিবীকে করোনা মুক্ত করে দিবে। তিনি সকল সম্প্রদায়কে শারদ শুভেচ্ছা জানান।