নানিয়ারচরে পুজায় জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমার অনুদান

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা ব্যক্তিগত ভাবে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

১২ অক্টোবর (মঙ্গলবার) সপ্তমীতে সকালে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সামনে পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের টাকা তুলে দেন।

এসময় নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, পুজা কমিটির সভাপতি অশোক তালুকদার ও সাধারণ সম্পাদক – পরীক্ষিত দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।