॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।
উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘ আড়াই বছরের কর্মকালীণ তার পাশে থেকে উপজেলা পরিষদ ও সকল কর্মকর্তা কর্মচারী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যে সহযোগিতা করেন তার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ও আহবান জানান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল কার্যক্রমের প্রশংসা করে বলেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতে উপজেলা পরিষদের আরো সুন্দর করো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা ৬ ইউনিযনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলার বিভিন্ন বিভাগের প্রধাণগণ উপস্থিত ছিলেন।