পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটি

মন্ত্রনালয় থেকে প্রতিনিধি না পাওয়ায় আমরা বাধ্য হয়েছি পরীক্ষা স্থগিত করতে–অংসুইপ্রু চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পরিষদে হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের লক্ষে ৮ অক্টোবর ২০২১ তারিখের লিখিত পরীক্ষা ও পরবর্তী নির্ধারিত মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। মন্ত্রনালয় থেকে কোন প্রতিনিধি নিশ্চিত না হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী স্বাক্ষরিত (স্মারক নং- ২৯.৩৪.৮৪০০.২০৭.২৫.০০৯.২১-১২৬৪ তারিখ-০৭/১০/২০২১) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আজ আমার মনটা খুবই খারাপ। শেষ মুহুর্তে আসে আমি বাধ্য হয়েছি নিয়োগ পরীক্ষা স্থগিত করতে। মন্ত্রনালয় থেকে প্রতিনিধি না পাওয়ায় আমরা বাধ্য হয়েছি পরীক্ষা স্থগিত করতে।
চেয়ারম্যান বলেন, দুর্গম এলাকা গুলোতে অনেক নারী পুরুষ এসেছে। অনেকেই মাতৃত্বকালীন অবস্থায় আছেন তাদের অনেক কষ্ট হয়েছে। তারা আগামীকাল পরীক্ষা দেয়ার জন্য রাঙ্গামাটিতে এসেছে। তাদের কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছি। তারা আর্থিক ভাবে, মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুরণ করা কখনোই সম্ভব নয়। তিনি বলেন, অনেক নেতাকর্মী আমার সাথে দেখা করতে এসেছে কারো সাথে দেখা করতে পারিনি। তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বাধীন এই পরিরষদের প্রথম নিয়োগ ছিল। নিয়োগ পরীক্ষার ১ দিন আগেই অনিবার্য্য কারণ বশতঃ লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।