নানিয়ারচরে দূর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন

রাঙ্গামাটি

/নানিয়ারচর প্রতিনিধি /

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নানিয়ারচর উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর (বুধবার) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,নানিয়ারচর থানা প্রতিনিধি এস আই আব্দুল মান্নান, নানিয়ারচর সদর ইউপি সদস্য ও পুজা উৎযাপন কমিটির উপদেষ্টা প্রিয়তোষ দত্ত। নানিয়ারচর উপজেলা পুজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক পরিক্ষিত দেবনাথ সহ পুজা মন্ডপের প্রতিনিধি প্রমুখ।

সভায় করোনা সচেতনতার পাশাপাশি সরকারী বিধিনিষেধ মেনে দূর্গা পুজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন পাশে থাকবে এবং কনো প্রকার অপৃতিকর ঘটনা রোধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে পূজায় প্রশাসন সর্বাত্মক নিরাপত্তা দিবে বলে জানিয়েছেন বক্তারা।