॥ নিজস্ব প্রতিবেদক ॥
করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটির দুঃস্থ অসহায় ২ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেদারল্যান্ড প্রবাসী রঞ্জন পালিত। গতকাল রাঙ্গামাটি শহরের আসামবস্তী কৈবল্যকুঞ্জ মন্দিরে পাহাড়ী বাঙ্গালী অসহায় পরিবার গুলোর হাতে খাদ্য সহাযতা তুলে দেন রাঙ্গামাটির বিশিষ্ট সমাজ সেবক সনাতন সম্প্রদায়ের ব্যক্তিত্ব প্রয়াত জয়ন্ত কুমার দের পরিবারের সদস্যরা।
অসহায় এই পরিবার গুলোর মাঝে চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য রাঙ্গামাটির বিশিষ্ট সমাজ সেবক সনাতন সম্প্রদায়ের ব্যক্তিত্ব প্রয়াত জয়ন্ত কুমার দে’র ছোট মেয়ের স্বামী নেদারল্যান্ড প্রবাসী রঞ্জন পালিত তার পিতা মাতার স্মরণে প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা ক্যাম্প ও খাদ্য সহায়তা বিতরণ করেন। এছাড়া তিনি অসহায় পরিবার গুলোর পাশে থেকে মেয়ের বিয়ে, অসুস্থ রোগী সহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন।