নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক

রাঙ্গামাটি

॥ শিপ্রা দেবী ॥

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর নানিয়ারচর তথ্যকেন্দ্রের উদ্যোগ নানিয়ারচর সরকারী কলেজ প্রাঙ্গনে গতকাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী। এ সময় নানিয়ারচর সরকারী কলেজের অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর উপজেলা তথ্য আপা মুন্নী দত্ত সহ কলেজের পঞ্চাশ জন শিক্ষার্থী বন্ধুরা এবং তথ্যআপা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে নারী শিক্ষার সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করণ এবং মেয়েরা আয় বর্ধক কাজে জড়িত হয়ে অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখার জন্য তথ্যআপার লাল সবুজ ডট কম মার্কেট স্পেসে রেজিষ্ট্রেশন করার জন্য উদ্ধুদ্ধ করা হয়।
উঠান বৈঠকে উপজেলা তথ্য আপা মুন্নী দত্ত সভায় তথ্য আপার কার্যক্রম উপস্থাপন করেন: গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা। গ্রামীন সুবিধা বঞ্চিত মহিলারা তথ্যআপাদের কাছ থেকে যেসব সেবা সমূহ পেয়ে থাকেন।

১।শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য,জেন্ডার বিষয়ে সেবা পেয়ে থাকেন।
২। চাকরির খবরাখবর পাওয়া যাবে এবং বিনামূল্যে চাকরির আবেদন করতে পারবে।
৩। পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যায় এবং ভর্তি ফরম তোলা যায়।
৪। ওজন, উচ্চতা, পেসার, ডায়াবেটিস পরিমাপ করা হয় বিনামূল্যে।
৫।বাল্যবিবাহ বন্ধ করণ কাজ করে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসনের সহায়তায়।
৬।বিদেশে অবস্থানরত ভাই,বোন,স্বামীদের সাথে মেসেনজার ও স্কাইপের মাধ্যমে ভিডিও কলে কথা বলা যায়।
৭।নারী ও শিশু নির্যাতনে ১০৯ এবং জাতীয় জরুরী সেবা পেতে ৯৯৯ টোল ফ্রি নম্বরে কল করার জন্য মেয়েদের উদ্ধুদ্ধ করণ ।