নানিয়ারচরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

রাঙ্গামাটি

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা,নারী ও শিশুর প্রতি সহিংসতা, অটিজম এবং করোনা ভাইরাস প্রতিরোধে নেতৃত্বস্থানের ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ (৫ম পর্যায়) ১ম সংশোধনী প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এ সময় অধিবেশনে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক ক্রিপময় চাকমা, ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা। এসময় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রমুখ উপস্থিত ছিলেন।