রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে পার্বত্য সচিবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

রাঙ্গামাটি

।।  নিজস্ব প্রতিবেদক  ।।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম গতকাল রাঙ্গামাটি সদর উপজেলা ও কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।

সফরকালে তিনি প্রথমে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ছোট পাগলী পাড়ায় পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্প পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন। এসময় গ্রামবাসী সুপেয় পানীয় জলের সমস্যার কথা বললে তিনি তা সমস্যার আশ্বাস দেন। সচিব উপজেলা সদর বড়ইছড়ি পাড়ায় বাংলাদেশ মারমা কাউন্সিল ছাত্রাবাসের সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরে তিনি রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ির শান্তিধাম বৌদ্ধ বিহার হতে পিগ ফার্ম পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুনুর রশিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, একান্ত সচিব নুসরাত জাহান, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরীসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সাপছড়ি ইউনিয়ন পরিষদ কাউন্সিলার লিটন বড়–য়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার ২৭ আগষ্ট সকাল ৯ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়, সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের মতবিনিময় করবেন। এছাড়া রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক সদর উপজেলাধীন লেকার্স স্কুল ও বনরূপা আলিফ মার্কেট সংলগ্ন সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া জেলা পরিষদে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন।