।। নিজস্ব প্রতিবেদক ।।
রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতা আশ্রম এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই এর অনুমোদন ছাড়া তেল বিক্রির অভিযোগে সয়াবিন তেল জব্দ ও জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে সয়াবিন তেল জব্দ ও জরিমানা করা হয়।
জানা গেছে, বিএসটিআই এর অনুমোদন ছাড়া শহরের রির্জাভ বাজারের গীতা আশ্রম এলাকায় রিতা এন্টারপ্রাইজের মালিক মিল্টন দেব সয়াবিন ও পাম ওয়েলের তেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে বিএসটিআই এর কর্মকর্তাদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় সয়াবিন তেল জব্দ, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ মোতাবেক ৮ হাজার টাকা, এছাড়া মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, এসব তেল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, সর্তকতামুলক হিসেবে দোকানের মালিককে জরিমানা করা হয় সর্তক করে দেয়া হয়। ভবিষ্যতে আবার এইসব মালামাল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।