।। নানিয়ারচর প্রতিনিধি ।।
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ নানিয়ারচর উপজেলার বেতছড়ি দোসর পাড়া এলাকার মৃত লক্ষী বিলাস চাকমার ছেলে সুবন্ত চাকমা (৩০) নামে এক ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদাবাজকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর একটি সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেলে গোপন তথ্যর ভিত্তিতে সেনা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ১৮ মাইল এলাকায় ব্যবহৃত ৪টি চাঁদা আদায়ের রশিদের কিছু পাতা অর্ধাংশ কাটা ও নগদ ৮১২ টাকাসহ তাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
নানিয়ারচর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার যৌথ অভিযানে চাঁদাবাজ সুবন্ত চাকমাকে গ্রেপ্তারের পর (৩৮৫/৩৮৬) ধারায় মামলা দায়ের করা হলে বুধবার (২৫ আগষ্ট) সকালে তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়।