।। খাগড়াছড়ি প্রতিনিধি ।।
টানা বর্ষনে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি পৌর শহরে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ১৫টি এলাকা পানিতে ডুবে গেছে। এতে শহরের নিন্মঞ্চলসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
এলাকাগুলো হলো-মুসলিমপাড়া, শব্দ মিয়াপাড়া, পুরাতন জীপ স্টেশন, পৌর সবজি বাজার (নিচের বাজার), উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, ফুট বিল. কালাডেবা, গোলাবাড়ি হেডম্যান পাড়া, মহাজনপাড়া।
এছাড়াও তিনটি সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়কগুলো হলো- গঞ্জপাড়া সড়ক, বটতলি সড়ক, পৌর সবজি বাজার সড়ক। এ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শাহ আলম জানান, মঙ্গলবার (২৪ আগষ্ট) রাতে প্রচন্ড বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভার ১৫টি এলাকা পানিতে ডুবে যায়। এতে প্রায় ৫ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। এদেরকে বুধবার (২৫ আগষ্ট) রাতে পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হয়েছে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন চাকমা জানান, ৯নং ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবার পানিতে ডুবে আছে। এসব গৃহহীনরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে।
এদিকে অফিসিয়াল কাজে থাকা ঢাকায় অবস্থানরত পৌর মেয়র নির্মল চৌধুরী জানান, বন্যায় গৃহহীনদের আশ্রয় দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বন্যায় আটকে পড়া অনেককে উদ্ধার করেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়ও মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসলি জমিসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। তিনি বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।
এদিকে চেঙ্গী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। বৃষ্টি হলে পানি আরও বাড়াবে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।