।। কাপ্তাই প্রতিনিধি ।।
রাতের অন্ধকারে অভিনব পদ্ধতিতে ডুবুরির সাহায্যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সেগুন কাঠ পাচারের সময় কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক প্রায় তিন লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নদীর তলদেশ দিয়ে অভিনব পদ্ধতিতে সেগুন কাঠ পাচারের চেষ্টা এবং কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ পিএসসি।
জানা গেছে বাঁশের ভেলার মাধ্যমে ডুবুরির সাহায্যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে অভিনব পদ্ধতিতে সেগুন কাঠ পাচার করছিল বন সন্ত্রাসীরা। স্থানীয় জনগণের মাধ্যমে গোপন সুত্রে কাঠ পাচারের খবর জানতে পারে কাপ্তাই ব্যাটালিয়ন। খবর পাবার সাথে সাথে কাপ্তাই ব্যাটালিয়নের সদস্যরা কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। সংরক্ষিত বনাঞ্চল থেকে বন সন্ত্রাসীরা এসব মূল্যবান সেগুন কাঠ কেটে পাচার করছিল। উদ্ধারকৃত কাঠের মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে বলে সুত্রে জানা গেছে।
এর আগেও বন সন্ত্রাসীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ কেটে বিভিন্ন পদ্ধতিতে কাঠ পাচারের চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে। প্রতিবারই কাপ্তাই ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় জনগণের মাধ্যমে গোপন সুত্রে কাঠ পাচারের খবর আগেই জানতে পারে। আর খবর পাবার সাথে সাথে অভিযান পরিচালনা করে প্রতিবারই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় কাপ্তাই ব্যাটালিয়ন।