রাঙ্গামাটিতে পর্যটন খাতে দক্ষ কর্মী ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ক আলোচনা সভা

রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের প্রসারে দক্ষ জনশক্তি গড়ে তুলে হবে —-মোহাম্মদ মিজানুর রহমান

|| রাঙ্গামাটি প্রতিনিধি ||

পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের প্রসারে দক্ষ জনশক্তি গড়ে তুলে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, পর্যটন এ খাত থেকে সুফল ঘরে তুলতে হলে বেশি করে দক্ষ পর্যটনকর্মী তৈরি করতে হবে আমাদের। এতে করে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটেবে তেমনী এখানকার মানুষের কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৩ আগষ্ট) সকালে এনজিও ব্র্যাক এর আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতে দক্ষ কর্মী ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এসব কথা বলেন। আলোচনা সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ শাহজাহান, চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, ব্র্যাক রাঙ্গামাটির জেলা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার এসকে রকিবুল হাসান, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার এম মাহজুজ আলী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান আরো বলেন, দেশের পর্যটন খাতে কাজের ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা একটি বড় ব্যাপার। তাই এই প্রতিবন্ধকতাকে যাতে দূর করা যায় তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত ও পরিকল্পিত কর্মকৌশল পরিকল্পনা করতে হবে এবং পর্যটন খাতে কাজের ক্ষেত্রে আমাদের উৎসাহ প্রদান করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই বেশকিছু যুগান্তকারী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। এতে করে পর্যটন খাত অনেক দূর এগিয়ে যাচ্ছে তেমনী পর্যটন শিল্প বিকাশের ফলে অধিক সংখ্যায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং পুরুষদের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। তাই কমিউনিটি ট্যুরিজমের বিকাশে জন্য দক্ষ কর্মী সৃষ্টি করে এই সেক্টরের সাথে অধিকহারে সম্পৃক্ত করতে হবে আমাদের।

উল্লেখ্য, পর্যটন খাতে দক্ষ কর্মী সৃষ্টির জন্য ব্র্যাক প্রথম ধাপে ৩৬ জন স্থানীয় নারী কর্মীকে প্রশিক্ষণ প্রদান করছেন।