বাঘাইছড়িতে ভারতীয় পণ্যসহ আটক-৩

রাঙ্গামাটি

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারতীয় পণ্যসহ সন্দেহভাজন ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে। বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী বাজার সংগ্নন এলাকার মূল সড়কে একটি সিএনজিতে ভারতীয় পণ্যসহ ৩ যুবকে আটক করেছেন লংগদু ২১ বীর সেনা জোনের আওতাধীন শিজক সাব ক্যাম্পের নিয়মিত সেনা টহল দল।
শনিবার (২১ আগষ্ট) বেলা ১টার দিকে ভারতীয় পণ্যবাহী সিএনজিতে থাকা ৩ জন পাহাড়ি যুবকসহ সেনাবাহীনী আটক করে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করেছেন।

আটককৃত অবৈধ ভারতীয় পণ্যগুলির মধ্যে রয়েছে, চাপাতা ১৫০ কেজি, জিরা ১কেজি, তিন ব্যাটারি টর্চ লাইট ২৫টি, কমফোর্ড ফেব্রিকস কন্ডিশনার ১২০টি, ডাবর রেড টুথপেষ্ট ৬০টি, নোস ইনহেলার ৮৫টি যার বাজর মূল্য আনুমানিক ৫৫ হাজার ১৪১ ভারতীয় রুপি।

অবৈধ পণ্যর সাথে আটক যুবকরা হলেন, কাঞ্চন চাকমা (২৬)পিতা সগাশংক চাকমা, এলেন চাকমা (২১) পিতা ননী গোপাল চাকমা, কৃষ্ণ রঞ্জন চাকমা (২৬) পিতা বীর মোহন চাকমা, তারা সকলে সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এই বিষয়ে দুরছড়ি পুলিশ ফাঁড়ি ইনর্চাজ শফিকুর রহমান হস্তান্তরকৃত পণ্য ও সন্দেহভাজন ৩ আসামীকে নিয়ে বিকাল ৫ টায় বাঘাইছড়ি থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

এবিষয়ে বাঘাইছড়ি থানা ইনচার্জ আনোয়ার হোসেন (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের রবিবার (২২ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা কোর্টে চালান করা হয়েছে।
উল্লেখ্য, রাঙ্গামাটির বাঘাইছড়ি ভারতের মিজোরাম সীমান্তবর্তী উপজেলা হওয়ার দরুন সারোয়াতলী, বাঘাইছড়ি ও সাজেক ইউপিবাসীদের নিকটবর্তী ভারত সীমান্ত এলাকা। ওই ৩ ইউনিয়নবাসীর কিছু সংখ্যক লোকের ভারত সীমান্ত এলাকায় যাতায়াতের মাধ্যমে ভারত থেকে কমদামে বিভিন্ন প্রকার পণ্য ক্রয় ও বাংলাদেশ থেকে ভারতে পছন্দনীয় চাহিদা অনুসারে পণ্য আদান প্রদান করে আসছে অধিক মনুফা লাভের আশায় উভয় দেশের কিছুসংখ্যক অসাদু লোক। যার ফলে সহজলভ্য বিদেশি পণ্য ব্যবহারে আগ্রহীদের সংখ্যা যেমন দিনদিন বাড়ছে সরকারও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।